পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানের মধ্যে ঢুকে ২ পথচারীর মৃত্যু,

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দিয়েছে একটি পিকআপভ্যান। পিকআপ টি পাশের দোকানের ভিতরে ঢুকে যাওয়ার কারণে দোকানে ক্রয় কারী ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহত হলেন উপজেলার পুরান বাউশিয়ার মৃত মহসিন মিয়ার ছেলে মোহন মিয়া (৫০) ও কিশোরগঞ্জের মৃত মোকসেদ আলীর ছেলে নুরুল ইসলাম মিয়া (৭০)। সোমবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরান বাউশিয়ার ল্যাংটার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাউদ্দিন জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কুমিল্লাগামী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দিয়ে দোকানে ঢুকে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যান। তবে পিকআপটি (ঢাকা-মেট্রো-ল ১১-১১৫২) জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা,



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *