জেঁকে বসেছে শীত; দুর্ভোগে পড়েছেন স্বল্প আয়ের মানুষ
এম এম ছাদ্দাম হোসেন, ঢাকা প্রতিনিধিঃ
ঘন কুয়াশার সঙ্গে দেশে শীতের তীব্রতা বাড়ছে। ভোগান্তিতে স্বল্প আয়ের মানুষ।
বিকেলের পর থেকে তাপমাত্রা কমতে শুরু করে। মধ্যরাত থেকে সকাল পেরিয়ে অনেকটা সময় পর্যন্ত থাকে কুয়াশা। দিনে কিছুটা গরম অনুভূত হলেও সন্ধ্যার পর শীতের তীব্রতা বাড়তে থাকে। সন্ধ্যা নামলে পথঘাট, হাট-বাজার জনশূন্য হয়ে পড়ে। শীতে কাজ না থাকায় দুর্ভোগে পড়েছেন স্বল্প আয়ের মানুষ।
শীতের তীব্রতা বাড়তে থাকায় বাড়ছে ঠাণ্ডাজনিত নানা রোগও। হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ছে বিভিন্ন অঞ্চল। সকাল থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিলো অধিকাংশ এলাকা। কুয়াশা থাকায় নদীতে লঞ্চ, ফেরী এবং সড়ক ও মহাসড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। সূর্যের দেখা না মেলায় সড়কে যান চলাচল করছে ধীরগতিতে।