যশোর র‌্যাব-৬ এর মাদক বিরুদ্ধে অভিযানে ৭২ বোতল ফেনসিডিল সহ আটক ২

বাংলাদেশে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি, অপহরণকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের তত্ত্বাবধান এবং ডিজি র‌্যাব ফোর্সেস মহোদয়ের নির্দেশনায় র‌্যাব মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে। এরই ধারাবাহিকতায় ইং ০২/১২/২০২০ তারিখ ১২.৩০ ঘটিকার সময় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার শার্শা থানাধীন বাগ আচড়া বাজারস্থ সোনালী ব্যাংক বাগ আচড়া শাখার সামনে পাঁকা রাস্তার উপর হইতে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আবু হাসান (৪১), পিতা-মৃত রমজান আলী ২। মোঃ গোলাম রসূল (৪৫) পিতা-মৃত ফজের আলী উভয় সাং-রামভন্দ্রপুর, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাদ্বয় কে ৭২ বোতল ফেন্সিডিল সহ হাতে নাতে গ্রেফতার করে এবং ধৃত আসামী ও জব্দকৃত আলামত সহ যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ১৪ (গ) ধারায় মামলা রুজু করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *