ঝিনাইদহে করোনা পরীক্ষা শুরু ৪৫ মিনিটে জানা যাবে ফলাফল

ঝিনাইদহে করোনা পরীক্ষা ল্যাব উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সদর হাসপাতালে এ ল্যাবের উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। এসময় স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডাঃ রাশেদা সুলতানা, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সদর হাসপাতালের তত্ববধায়ক ডাঃ হারুন অর রশিদ ও আবাসিক মেডিকেল অফিসার লিমন পারভেজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ হারুন অর-রশিদ জানান, এখন থেকে এই ল্যাবে জীন এক্সপার্ট মেশিনের মাধ্যমে কোভিড-১৯ এর পরীক্ষা করা হবে।একসাথে ৪ জনের করোনার পরীক্ষা করা যাবে। এতে সময় লাগবে মাত্র ৪৫ মিনিট। ল্যাব না থাকায় এতদিন ঝিনাইদহের করোনা রোগিদের পরীক্ষা করা হতো, কুষ্টিয়া, যশোর, খুলনা ও ঢাকা থেকে। দ্রত করোনা শনাক্তের পর আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দ্রততার সাথে দেওয়া যাবে বলে জানান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *