জীবননগর থানাধীন রায়পুর পুলিশ ক্যাম্প পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার।
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জাহিদুল ইসলাম গতকাল মঙ্গলবার ২৪শে নভেম্বর বৈকাল সাড়ে ৪ টার সময় জীবননগর থানা রায়পুর পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। ক্যাম্প পরিদর্শন কালে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা সহ ওয়ারেন্ট তামিল, মাদক বিরোধী অভিযান, ক্যাম্প এলাকায় নিয়মিত টহল জোরদার সহ নিয়মিতভাবে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করেন। মহামারী করোনাভাইরাস রোধকল্পে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক অবস্থায় ডিউটি পালন করার নির্দেশ প্রদান করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় ক্যাম্প কম্পাউন্ডে ফলের বৃক্ষ রোপনের শুভ্র উদ্বোধন করলেন।