কাশিয়ানীতে দুই ভিক্ষুককে অটোভ্যান প্রদান
গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে ভিক্ষুকদের পূর্ণবাসন করতে সমাজসেবা কর্মকর্তা ওহেদুজ্জামানের মাধ্যমে দুই জনকে কর্মসংস্থানের ব্যবস্থা করলেন কাশিয়ানী নিবার্হী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায়।
২৪/১১/২০২০ মঙ্গলবার বিকাল ৩ টায় কাশিয়ানীতে উপজেলার ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত থাকা জনগোষ্ঠীর পূর্ণবাসন করতে বিকল্প কর্মসংস্থানের আওতায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত থাকা দুজনকে ব্যাটারি চালিত অটো ভ্যান প্রদান করেন কাশিয়ানী নিবার্হী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায় । উপজেলার দোলাগ্রামের লুৎফর মোল্লা কে তার মায়ের যাবতীয় খরচ বহন করবে-এই শর্তে ৩০০ টাকার স্ট্যাম্পে লিখিত নিয়ে ব্যাটারি চালিত অটো ভ্যান দেয়া হয়।
উপজেলার ফলসি চরপাড়া দুখু মোল্লাকে একই শর্তে এই অটোভ্যান দেওয়া হয়। কাশিয়ানীতে ভিক্ষুকমুক্ত করতে এই প্রতিক্রিয়া চলমান থাকবে বলে জানান কাশিয়ানী নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এম এম ওহেদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতি মিল্টন খানসহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।