বঙ্গবন্ধুর সমাধিতে “বঙ্গবন্ধু ফাউন্ডেশন কার্যনির্বাহী সদস্যদের শ্রদ্ধা নিবেদন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় কাযর্নির্বাহী সংসদের নেতৃবৃন্দ। এ সময় মাস্ক, স্যানিটাইজার বিতরন করা হয়। আজ শুক্রবার বিকালে কেন্দ্রীয় কাযর্নির্বাহী সংসদের সভাপতি তমিজ উদ্দিন সেলিম ভূইয়া ও সাধারন সম্পাদক নুরুল ইসলাম মজুমদার সবুজের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধী সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর টুঙ্গিপাড়া জিটি স্কলে মাঠে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুব আলী খান। এ সময় সংগঠনের সভাপতি তমিজ উদ্দিন সেলিম ভূইয়া, সাধারন সম্পাদক নুরুল ইসলাম মজুমদার সবুজ, টুঙ্গিপাড়া হাসপাতালে আরএমও এয়ার আলী মুন্সী বক্তব্য রাখেন।