গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানীতে ৯৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
গোপালগঞ্জের কাশিয়ানীতে ফরহাদ শেখ (৩৫) (ওরফে সবুজ) নামে এক মাদক ব্যবসায়ীকে ৯৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের আড়ুয়াকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ফরহাদ শেখ (ওরফে সবুজ) উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের মৃত মহসিন শেখের ছেলে। ঘটনা নিশ্চিত করে কাশিয়ানী থানার এসআই গণেশ বিশ্বাস বলেন, গোপণ সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান স্যারের দিক নির্দেশনায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় উপজেলার আড়ুয়াকান্দি এলাকা থেকে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফরহাদ শেখকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফরহাদ শেখের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।