ঐক্যের ডাক…
আসসালামু আলাইকুম, সংগ্রামী শুভেচ্ছা জানুন। সুপ্রিয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা ভাই ও বোনেরা আপনাদের মতামতকে প্রাধান্য দিয়েই আমি এককভাবে আন্দোলনের ডাক দিইনি। বার বার এক টেবিলে বসার জন্য আহ্বান করেও ব্যর্থ হয়েছি। এদিকে সময় যেতে যেতে আঁধার ঘনকালোর রূপ ধারণ করেছে,আজ ২০২১ সালের নতুন বই পাওয়া না পাওয়ার প্রশ্ন উঠেছে! (আল্লাহ না করুন) আগামী বছরের শুরুতেই বন্ধ হয়ে যেতে পারে আমাদের প্রাণপ্রিয় বিদ্যালয়টি! বসে থাকার সময় আর নাই। সবাইকে জেগে উঠতে হবে নিজের অস্তিত্ব রক্ষায়। দলমত নির্বিশেষে দাবী আদায়ের জন্য কাঁধে কাঁধ,হাতে হাত ধরে রাজপথে আন্দোলনে নামার এইতো সময়। এলক্ষ্যে ঢাকায় আগামী “১৫ই-নভেম্বর২০২০”রোজ রবিবার, সকাল “১০.০০ ঘটিকায়” তোপখানা রোডে “শিশু কল্যাণ পরিষদ” অডিটোরিয়ামে এক “সমন্বয় সভার” আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে সব সংগঠনের নেতৃবৃন্দকে অনলাইনে চিঠি পাঠানো হয়েছে, মোবাইলে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। সাধারণ শিক্ষক/ শিক্ষিকা হিসাবে আপনি আপনার নেতৃবৃন্দের জবাবদিহিতা নিশ্চিত করবেন বলে আমি আশা রাখি। উক্ত সমন্বয় সভায় সব সংগঠনের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত হয়ে মূল্যবান মতামত প্রকাশ ও নিজ সংগঠনের অবস্থান পরিষ্কারভাবে উপস্থাপন করার জন্য বিশেষভাবে আহ্বান করা হচ্ছে। আহ্বানে বদরুল আমীন সরকার ফরহাদ সভাপতি বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি।