কাশিয়ানীতে নিখোঁজের চার দিন পর অটোভ্যান চালকের লাশ উদ্ধার.!

 কাশিয়ানীতে নিখোঁজের চার দিন পর শামিম মিয়া (১২) নামে এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার তালতলা গ্রামের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, নিহত অটোভ্যান চালক শামিম শেখ উপজেলার সাফলিডাঙ্গা গ্রামের মো. আরিফ মিয়ার ছেলে। সে গত সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে অটোভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। রাতে বাড়ি ফিরে না আসায় আত্মীয় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পরের দিন (৩ নভেম্বর) কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়রি করে। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান জানান, গত ২ নভেম্বর সকালে শামিম অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। বৃহস্পতিবার তালতলা গ্রামের একটি খালে শামিমের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *