টুঙ্গিপাড়ায় শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত

আজ ৩ নভেম্বর, শোকাবহ জেলহত্যা দিবস। পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায় রচিত হয় এই দিনে।

১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়।

দেশব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে ব্যতিক্রম নয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মভূমি টুংগীপাড়াও।

জেল হত্যা দিবস উপলক্ষে আজ 3 নভেম্বরমঙ্গলবার টুংগীপাড়া উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ, উপজেলা কৃষক লীগ, পৌর কৃষকলীগ, টুংগীপাড়া উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের সকল সহযোগী অঙ্গ সংগঠন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় চার নেতা সহ ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

 

এ সময় সেখানে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, টুংগীপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান বিশ্বাস, পাটগাতি ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ মিলন মোল্লা সহ আওয়ামী লীগের সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *