পুলিশ সুপার মহোদয়ের মহানুভবতায় সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে অশ্রুসিক্ত বিদায় নিলেন পিআরএল এ।

 চাকুরীজীবন সমাপ্ত করে পিআরএল (অবসর উত্তর ছুটি) এ যাওয়া সহকর্মী পুলিশ সদস্যদের বিদায়বেলায় আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে শেষবারের মতো বাড়ি পৌঁছে দেওয়ার এক অনন্য সিদ্ধান্ত ও উদ্যোগ নিয়েছেন রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) স্যার।তারই প্রেক্ষিতে আজ ৩০/১০/২০২০ বেলা ১২.০০ টায় পুলিশ লাইন্সে দীর্ঘ ৩৭ বছর কর্মজীবন শেষ করে রাজশাহী জেলা পুলিশ থেকে পিআরএল (অবসর উত্তর ছুটি) এ যাওয়া এটিএসআই মোঃ মাজেদুল ইসলামকে আনুষ্ঠানিকতার সাথে সুসজ্জিত গাড়িতে করে বিদায় দেওয়া হয়। তিনি সদর কোর্ট শাখায় কর্মরত ছিলেন। সদ্য বিদায়ী মো: মাজেদুল ইসলাম তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, বিদায়বেলায় পুলিশ সুপারের এমন আনুষ্ঠানিক বিদায় আমাকে অত্যন্ত গর্বিত করেছে। এমন সম্মানজনক বিদায় পেয়ে তিনি অশ্রুসিক্ত হয়ে যান এবং পুলিশ সুপার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানান ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *