গোপালগঞ্জের পলাতক ফাঁসির আসামিকে ঢাকায় গ্রেফতার ।

ঢাকা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ পুলিশ।  গত মঙ্গলবার রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়  বলে জানিয়েছে পুলিশ ।
রাতেই তাকে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নিয়ে আসা হয়েছে । গ্রেপ্তার স্বপন মোল্লা ৪০ চাঁদপুর জেলার মাতলাব উপজেলার ওড়াকান্দি ভুয়া কান্দি গ্রামের ছেলে। মুকসুদপুর থানার ওসি জানান, মুকসুদপুর উপজেলার পূর্ব নওহাটা গ্রামের শ্বশুর বাড়িতে বসবাস করতেন।
তিনি একই গ্রামের ওমর কাজীর ছেলে জুম্মন কাজীর কাছ থেকে  কিছু টাকা ধার নেন ২০০৬ইং  সালের আগস্ট মাসে শেষের দিকে। এরপর থেকে ধারের টাকা তার কাছে চাইলে সে বিভিন্ন ধরনের অজুহাত দেখায় । নৌকায় করে শশুর বাড়ি যাওয়ার পথে পাওনা টাকা নিয়ে স্বপ্নের সাথে জুম্মনের কথা কাটাকাটি হয় ।
একপর্যায়ে স্বপন ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা নৌকার বৈঠা দিয়ে তার মাথায় আঘাত করে সেখানেই জুম্মনের মৃত্যু হয়। পরে স্বপন পালিয়ে যায়। এ ঘটনায় জুম্মনের মা মারিয়াম বেগম বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ অপরাধীর
বিরুদ্ধে ২০০৮ ইং সালে আদালতে অভিযোগপত্র দেয়। এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে ২০১৪ সালে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেয়।  মুকসুদপুর থানার ওসি আবু বক্কার ও এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে  ঢাকা থেকে তাকে গ্রেফতার করে মুকসুদপুর থানায় নিয়ে আশা হয়  ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *