নরসিংদীর রায়পুরায় ছাত্রলীগ সভাপতি শাকিলের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

নরসিংদীর রায়পুরায় দশম শ্রেণীর ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গত (২২ অক্টোবর) রাতে রায়পুরা উপজেলা রাজু অডিটোরিয়ামের একটি কক্ষে ধর্ষণ করার অভিযোগ উঠে উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধূরী শাকিল এর বিরোদ্ধে।
ধর্ষণ মামলার প্রধান আসামী আসাদুল হক চৌধূরী শাকিলকে সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ রোববার সকালে রায়পুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে উপজেলা ও পৌরসভা ছাত্রদল।
এসময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ রহমান খোকন, পৌর বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, জেলা বিএনপির সদস্য তৌহিদ, ছাত্রদলের সভাপতি নুর আহাম্মদ চৌধুরী মানিক, সাধারণ সম্পাদক পলাশ সরকার, পৌর ছাত্রদল সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সুমন নেওয়াজ, সিনিয়র সহ সভাপতি সোহেল আহম্মেদ প্রমূখ।
ছাত্রলীগের সভাপতি শাকিল গত ২২ অক্টোবর রাতে ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে রাজু অডিটোরিয়ামে এনে তার উপর নির্যাতন চালায় ছাত্রলীগ সভাপতি শাকিল। এসময় স্থানীয়রা টের পেয়ে অডিটোরিয়ামের চারদিক ঘেরাও করলে শাকিল কৌশলে পালিয়ে যায়। পরে ভিকটিম ৯৯৯ এ কল করলে রায়পুরা থানা পুলিশ তাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ ঘটনার পর ২৩ অক্টোবর দুপুরে উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিল সহ আরো একজনের বিরোদ্ধে ভিকটিম বাদী হয়ে রায়পুরা থানায় ধর্ষন ও নারী নির্যাতন মামলা দায়ের করেন (মামলা নং ৩৫)। পরে ঐ দিন রাতেই অডিটোরিয়ামের কেয়ারটেকার সুমনকে আটক করেন রায়পুরা থানার পুলিশ, পরদিন সকালে কেয়ারটেকার সুমনকে সাময়ীক বরখাস্ত করে জেলা পরিষদ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *