ফেনীতে ভ্রাম্যমান আদালত অভিযানে ৪ মহিলাকে এক মাস করে কারাদন্ড।

ফেনীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ মহিলাকে ১ মাস করে কারাদন্ড দিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজজামান
সূত্রে জানা যায় শনিবার ২৪ অক্টোবর বিকাল সাড়ে ৩ টার সময় রাজাঝির দীঘি সংলগ্ন জেলা পরিষদের শিশু পার্কের সামনে গণ উপদ্রব বন্ধ করার নির্দেশ প্রদানের পরও পুনরায় গণ উপদ্রব সংঘটনের অপরাধে (১) খালেদা আক্তার,হেয়াকো, ফটিকছড়ি,(২) কোহিনুর, কবিরহাট, নোয়াখালী, (৩) নাছিমা, কমলনগর, দক্ষিন সদর, কুমিল্লা,(৪) ফাতেমা বেগম, কচুয়া, চাঁদপুর নামের মোট ৪( চার) জন মহিলাকে ১ (এক) মাস করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন ফেনী মডেল থানার উপ- পরিদর্শক জনাব মো: নজরুল ইসলাম সহ মডেল থানার অন্যান্য সদস্যরা।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *