টুঙ্গিপাড়ায় শ্রী শ্রী দূর্গা পূজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণী
আজ ২২ অক্টোবর বিকাল ৪ ঘটিকায় টুঙ্গিপাড়ার আওয়ামী লীগের পার্টি অফিসে হিন্দুদের প্রধান উৎসব শারদীয় শ্রী শ্রী দূর্গা পূজা উপলক্ষে বিশেষ অনুদান পাঠিয়েছেন। টুংগীপাড়া উপজেলায় এ বছর ৯৩ পূজা মণ্ডপে শ্রী শ্রী দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটা মন্দিরে যেন শান্তি শৃঙ্খলা ভাবে পূজা উদযাপিত হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখার কথা বলেছেন। প্রধানমন্ত্রীর অর্থ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বশার খায়ের, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, টুংগীপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধরাণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অসীম কুমার, হিন্দু (সনাতন) ধর্মালম্বী পরিষদের সভাপতি বাবু শৈলেন বাইন, পাটগাতি বণিক সমিতির নবনির্বাচিত সাধরাণ সম্পাদক জনাব মোঃ মঈনুল ইসলাম অপু । ডুমরিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ এনামুল কবির, সাধারণ সম্পাদক বাবু মিনাল কান্তি বিশ্বাস। এবং উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা প্রতিটা মন্দির সভাপতি এবং সম্পাদক সাহেব বৃন্দ ।