গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৯৩ মন্দিরে অনুষ্ঠিত হবে দূর্গা পূজা

 বৃহস্পতিবার শুরু হতে চলেছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দূর্গা পূজা। টুঙ্গিপাড়া উপজেলায় এবার ৯৩ টি ম-পে চলছে দূর্গা পূজার প্রস্তুতি। এরই মধ্যে পূজা ম-প গুলোতে প্রতিমা গড়ার মূল কাজ শেষ হয়েছে। কিছু মন্ডপে রংয়ের কাজ শেষ হয়েছে ও কিছু মন্ডপের প্রতিমায় রং তুলির কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পিরা। আবার অনেক মন্ডবে চলছে প্যান্ডেল তৈরি ও সাজ-সজ্জার কাজ।
আগামী বৃহস্পতিবার মহাপঞ্চমীতে দেবীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দূর্গা পূজা। পরের দিন মহাষষ্ঠী পূজার পর শুরু হবে দূর্গা পূজার মুল আনুষ্ঠানিকতা। এবার দেবীর আগমন ঘোড়ায় চড়ে ও প্রস্থান করবে পালকিতে।
কয়েকটি পূজা মন্ডপে সরজমিনে দেখা যায়, উপজেলার প্রতিটি ম-পে দূর্গা পূজার প্রস্তুতি শেষ দিকে। অনেক মন্দিরে প্রতিমার রংয়ের কাজ শেষ ও কিছু মন্দিরে রং-তুলির কাজ চলছে। মৃৎ শিল্পীদের সাথে কথা বলে জানা যায়, গত ১ মাস ধরে তারা প্রতিমা তৈরির কাজ করছেন। ইতিমধ্যে দূর্গা প্রতিমা তৈরি করে অনেক মন্দিরে রংয়ের কাজ ও শেষ হয়েছে। কিছু মন্ডপে প্রতিমার রং-তুলির কাজের পাশা পাশি প্রতিটি মন্ডপে চলছে সাজ সজ্জার কাজ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ টুঙ্গিপাড়া শাখার সভাপতি শৈলেন্দ্রনাথ মন্ডল বলেন, এবার টুঙ্গিপাড়া উপজেলায় ৯৩ টি মন্দিরে দূর্গা পূজার প্রস্তুতি চলছে। গত বছর ৮৩ টি মন্দিরে দূর্গা পূজা হয়েছিলো। সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গা পূজা। প্রতিবছর এ সময়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হতো। কিন্তু করোনা প্রাদুর্ভাবের কারনে এবার উৎসবের আমেজ থাকবে না। আর প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। অনেক জায়গায় রংয়ের কাজ ও সম্পন্ন হয়েছে। এখন প্রতি মন্ডপে চলছে সাজ-সজ্জার কাজ।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, শান্তিপূর্ন ভাবে দূর্গা পূজা উদযাপনের জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া করোনা কালীন সময়ে পূজা উদযাপন পরিষদকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *