নিয়োগ বিজ্ঞপ্তি:


বিধি মোতাবেক কোড়ামারা হিফজুল কোরআন ইবতেদায়ী মাদ্রাসায় দুই জন আলিম শিক্ষক (আলিম পাশ) একজন সহকারী শিক্ষক জেনারেল (আলিম/এইচ এস সি বিজ্ঞান পাশ) ইবতেদায়ী ক্বারী ( দাখিল মুজাব্বিদ/ আলিম মাহির পাশ) নিয়োগ দেয়া হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর আবেদন করতে হবে। সভাপতি কোড়ামারা হিফজুল কোরআন ইবতেদায়ী মাদ্রাসা গ্রাম+ ডাকঘরঃ কোড়ামারা, উপজেলা+জেলাঃ বাগেরহাট