টুঙ্গিপাড়ায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
আজ ১৭ই অক্টোবর ২০২০ সকাল ১০ ঘটিকায় টুঙ্গিপাড়া উপজেলা সমাবেশ পক্ষে “নিরাপদ নারী, নিরাপদ দেশ সুখী সমৃদ্ধ বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে বাস্তব রূপ দিতে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তারা ধর্ষণের নানা খারাপ দিক তুলে ধরেন। এ সময় অনুষ্ঠানের সভাপতি এএফএম নাসিম অফিসার ইনচার্জ টুংগীপাড়া থানা,তিনি বলেন ধর্ষণ ও নারী নির্যাতন একটি সামাজিক ব্যাধি।এ সামাজিক ব্যাধি নিরসনে শুধুমাত্র পুলিশের হস্তক্ষেপ যথেষ্ট নয়। এ ব্যাধি থেকে মুক্তি পেতে হলে সমাজের সর্বস্তরের জনগণের হস্তক্ষেপ প্রয়োজন।
এসময় সেখানে টুঙ্গিপাড়া থানার অফিসার-ইনচার্জ এএফএম নাসিম, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান সোফিদা আক্তার জোনাকি, টুংগীপাড়া পৌরসভা মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা, টুংগীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, টুংগীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রেজাউল হক বিশ্বাস, পাটগাতি বাজার বণিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম অপু, টঙ্গীপাড়া থানার পুলিশ কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন