গোপালগঞ্জের কোটালিপাড়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইন।

গোপালগঞ্জ জেলার, কোটালিপাড়ায় বর্ষাপাড়া জাগ্রত সংঘের উদ্যোগে উৎসর্গ_ফাউন্ডেশন_গোপালগঞ্জ_জেলা_শাখা’র আয়োজনে ১৪ অক্টোবর ২০২০ রোজ বুধবার ফ্রী_মেডিকেল_ক্যাম্প এর আয়োজন করা হয়। সেখানে প্রায় ৫০০ মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করে উৎসর্গ ফাউন্ডেশন গোপালগঞ্জ জেলা শাখা।
উক্ত ক্যাম্পে যে সকল সেবা সমূহ ছিলো….. ১. বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ২. রক্তদানে উৎসাহিত করা ৩. বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ৪. বিনামূল্যে রক্তচাপ নির্ণয় ৫. বিনামূল্যে চিকিৎসা সেবা ও ৬. বিনামূল্যে ঔষধ বিতরণ।
সেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেনঃ
ডাঃ মোঃ জিন্নাত হোসেন (পাভেল) এম.বি.বি.এস, সি.সি.ডি (বারডেম) ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ আর.এম.ও – ডায়াবেটিস হাসপাতাল, গোপালগঞ্জ।
ডাঃ প্রভাষ মন্ডল এম.বি.বি.এস বি.সি.এস(স্বাস্থ্য) এফ.সি.পি.এস (পার্ট-২) মেডিসিন পিজিটি(মেডিসিন) মেডিকেল অফিসার – কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *