মাদক ব্যবসায়িকদের কাছে আতংকিত একটি নাম সোপেদার আজাদ

চুয়াডাঙ্গা ৬ ব্যাটিলিয়ানের নির্দেশে মুন্সী পুর সীমান্ত এলাকা বর্তমান ফাঁকায় পরিনত করেন মুন্সিপুরের camp সোপেদার আজাদ। বাংলাদেশে প্রথম অস্হায়ী রাজধানী চুয়াডাঙ্গা দীর্ঘ ৪৯বছর ধরে ভাসছিলেন। চুয়াডাঙ্গা জেলার সীমান্তবতী এলাকা মুন্সী পুর গ্রামসহ বিভিন্ন এলাকায়, তার মধ্যে উল্লেখ্য মুন্সিপুর সীমান্ত হাত বাড়ালেই পাওয়া যেতো মাদক এই মাদক যেনও অভিশাপে পিছু ছাড়ছিলো না, চুয়াডাঙ্গা জেলায় মুন্সী পুর প্রায় এক প্রকার ধরেই নিয়ে ছিলো মাদকের এই ভয়াল থাবা থেকে হয় তো, সীমান্ত এলাকা মুন্সী পুর আর মুক্তি পাবে না, কিন্তু রাখে আল্লা মারে কে। ঠিক যেনও রক্ষা কবজের মত এই এলাকায় যোগদান করেন, ছয় ব্যাটিলিয়ানের সোপেদার আজাদ। তিনি যোগদানের পর থেকে ঘোষণা দিলেন মুন্সী পুর সীমান্ত এলাকার মাদক ব্যবসা শব্দটা ভুলে যাবে। ঠিক যেমন কথা তেমনিই কাজ, তিনি তার বিচক্ষতা সু কলা কৌশল প্রয়োগ করে মুন্সী পুর সীমান্ত এলাকায় মাদকের ভয়াল ধংসের হাত থেকে রক্ষার সফলতা নিয়ে আসলেন। একের পর এক শাড়াশী অভিযানে স্বর্ণালি সফলতা পাল্টে দিলেন, মুন্সি পুর মাদক হাট গুলো, পালাতে থাকে মাদক ব্যবসায়িক শীর্ষ কয়েক জন পাইকারি ব্যবসায়িক রঙ্গ ভঙ্গ দিয়ে করেছে আত্মগোপন আর কিছু মাদক ব্যবসা পালিয়ে গেছে প্রতিবেশী রাষ্ট্র ভারতে। তাছাড়া সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখন আর নেই তেমন মোটরসাইকেল মহড়া, এ যেনো এক নতুন সীমান্ত এলাকা মুন্সী পুরের জন্ম হল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *