চুয়াডাঙ্গায় নানা উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন

 
চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে আজ সোমবার সকাল ৭টার সময় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে জাতীয় ও শ্রমিকলীগের দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃত্বিতে পুষ্পমাল্য অর্পণন করে সকাল সাড়ে ১০ টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে শ্রমিক লীগ একটি বিশাল র্যালী বের করে।র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাপ্তি হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় শ্রমিকলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা, জাতীয় শ্রমিকলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ সভাপতি আব্দুল মাজিদ, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান শিমুল, রেলওয়ে শ্রমিকলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আবুল কালাম অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুবলীগ নেতা আব্দুল কাদের। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *