চিতলমারিতে মাদক , সন্রাসবাদী ও ধর্ষন বিরোধী উঠন বৈঠক।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা ঘটছে। এরমধ্যে গত ৪ অক্টোবর নোয়াখালীতে এক নারীকে (৩৭) বিবস্ত্র করে নির্যাতনের এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যদিও গত সেপ্টেম্বর মাসের শুরুর দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। যে ঘটনার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সর্বস্তরের জনগণ। যার পরিপ্রেক্ষিতে সমাজ ধংসকারী মাদক, সন্রাসবাদী ও ধর্ষন নির্মূলে আজ 12 অক্টোবর বাগেরহাটের চিতলমারির কলাতলা ইউনিয়নে উঠন বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠকে মাদক , সন্রাসবাদী ও ধর্ষন এর বিভিন্ন খারাপ দিক এবং এথেকে দেশ ও সমাজ রক্ষা সম্পর্কিত বিষয়ে আলোচনা করেন বক্তারা
এসময় সেখানে চিতলমারি আফিসার ইনচার্জ মির শরিফুল ইসলাম। কলাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ বাদশা মিয়া, সাধারন সম্পাদক শেখ মেশকাত আহমেদ সহ সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংশোধিত আইন মন্ত্রিসভা বৈঠকে ধর্ষনের সর্বোচ্চ শাস্তির অনুমোদন দেয়া হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবনও থাকছে। আগামীকালই সংশোধিত আইনের অধ্যাদেশ জারি করা হবে। যদি কোনো ব্যক্তি নারী বা শিশুকে ধর্ষণ করেন, তাহা হইলে তিনি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *