বাগেরহাটে জেল হেফাজতে আসামির মৃত্যু

বাগেরহাটে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হেফাজতে রাজা ফকির (২০) নামে এক হত্যা মামলার আসামির মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার। তবে পিবিআই পুলিশের একটি সূত্র বলছে, শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান। এদিকে মৃত্যুর খবর পেয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজা ফকিরের বাবা ও স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। রাজা ফকির বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলী দীঘির পাড় এলাকার বাবু ফকিরের ছেলে। রাজা ফকিরের বাবা বাবু ফকির সাংবাদিকদের বলেন, রোববার রাতে পটুয়াখালীর এক আত্মীয়ের বাড়ি থেকে রাজা ফকিরকে বাগেরহাট পিবিআই আটক করে বাগেরহাটে নিয়ে আসেন। আনার পথে রাজার ওপর শারীরিক নির্যাতন চালায়। বাগেরহাটে নিয়ে এসেও রাজার ওপর নির্যাতন চালায়। এস আইয়ের ফোন দিয়ে আমাদেরকে কল দিয়ে নিজের নির্যাতনের কথা জানায় রাজা। বাদী পক্ষের সহায়তায় পুলিশ আমার ছেলের ওপর নির্যাতন চালিয়ে তাকে হত্যা করেছে। আমার ছেলের ওপর নির্যাতনের বিচার চাই। বাগেরহাটের সিভিল সার্জন কেএম হুমায়ুন কবির বলেন, বাগেরহাট পিবিআই পুলিশের সদস্যরা দুপুর ১ টা ২০ মিনিটের সময় রাজা ফকির নামে এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে রাজা ফকিরকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান তিনি। উল্লেখ্য, ২০১৯ সালের ১৮ অক্টোবর সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার খান জাহান আলী মাজার মোড় এলাকায় ছুরিকাঘাতে তালিম মল্লিক (১৮) নামের এক যুবক নিহত হয়। পরে একই এলাকার জাহাঙ্গীরের ছেলে মিলন ও রাজা ফকিরকে আসামি করে বাগেরহাট সদর থানায় মামলা দায়ের করেন তালিমের পরিবার। সেই মামলায় পিবিআই সদস্যরা রাজা ফকিরকে গ্রেফতার করে। তবে পিবিআই’র কোন কর্মকর্তা এ ঘটনায় কথা বলতে রাজি হননি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *