পাটগাতী বাজারের বণিক সমিতির নির্বাচনে ১১ পদে ৩০ প্রার্থী।
আগামী ২৭ সেপ্টেম্বর টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজার বণিক সমিতির নির্বাচন। এতে ১১ পদে মোট ৩০ জন প্রার্থী লড়বে এবং ভোটাধিকার প্রয়োগ করবে ৪০৬ জন ভোটার। তার মধ্যে মারা গেছে চারজন। বণিক সমিতির নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে বাইসাইকেল প্রতীকে আবু দাউদ শেখ, চেয়ার প্রতীকে মোস্তফা মোল্লা, ছাতা প্রতীকে মাহবুবুর রহমান ও গরুর গাড়ি পদে মোঃ ইমদাদ হোসেন মোল্লা সহ মোট ৪ প্রার্থী প্রতিযোগিতা করবেন। সহ-সভাপতি পদে মশাল প্রতীকে গোবিন্দ সাহা, মই প্রতীকে মোঃ ইমরান মুন্সি, কবুতর প্রতীকে জিহাদুল ইসলাম বাবু, গোলাপ ফুল প্রতীকে সুশান্ত সরকার সহ মোট ৪ প্রার্থী প্রতিযোগিতা করবেন। সাধারণ সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীকে মোঃ মইনুল ইসলাম অপু, আনারস প্রতীকে মোঃ সেলিম শরীফ, ঘোড়া প্রতীকে হুসাইন শেখ সহ মোট তিনজন প্রার্থী প্রতিযোগিতা করবেন। যুগ্মসাধারণ সম্পাদক পদে গাভী প্রতীকে জুয়েল সাহা ও অটোরিকশা প্রতীকে মোঃ রিয়াউল ইসলাম এই দুজন প্রার্থী। সাংগঠনিক সম্পাদক পদে মাছ প্রতীকে মোঃ জাহাঙ্গীর আলম আম প্রতিকৃতিসহ হাতপাখা প্রতীকে রাজু খান সহ মোট তিনজন প্রতিযোগিতা করবেন। প্রচার সম্পাদক পদে মাইক প্রতীকে মোঃ সাদ্দাম শেখ ও কলম প্রতীকে মোঃ রবিউল ইসলাম প্রতিযোগিতা করবেন। দপ্তর সম্পাদক পদে মোরগ মার্কা নিয়ে মোঃ শফিকুল ইসলাম একাই প্রার্থী হয়েছেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত। কোষাধ্যক্ষ পদে কাঁঠাল প্রতীকে মারফুত রহমান ও আপেল প্রতীকে পলাশ সাহা প্রতিদ্বন্দিতা করবেন। ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফুটবল প্রতীকে মোঃ মুকুল শেখ, ক্রিকেট ব্যাট প্রতীকে আরিফুল ইসলাম ও বাঘ প্রতীকে মোঃ মনির শেখ প্রতিদ্বন্দ্বিতা করবেন। ধর্ম বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ নাসির উদ্দিন কালু একাই প্রার্থী হওয়ায় তিনিও নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যকারী সদস্য পদে বটগাছ প্রতীকে মোঃ শাহিদ আলম, সূর্যমুখী ফুল প্রতীকে মোঃ দিন ইসলাম মোল্লা, টেলিভিশন প্রতীকে বিশ্বজিৎ সাহা, তালগাছ প্রতীকে মোঃ ইমদাদুল শেখ ও হেলিকপ্টার প্রতীকে মিলন শেখ সহ মোট ৫ জন প্রার্থিতা ঘোষণা করেছিলেন। কিন্তু কমিটির নিয়ম অনুযায়ী কার্যকরী সদস্য পদে পাঁচজনের বেশি প্রার্থী হওয়ায় তারা উভয়েই নির্বাচিত হয়েছে।