গোপালগঞ্জে মোবাইল কিনে না দেওয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা
গতকাল ২০ সেপ্টেম্বর গোপালগঞ্জে মোবাইল কিনে না দেওয়ায় লিজা আক্তার নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল বিকেলে সদর উপজেলার আরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নীহত কলেজ ছাত্রী লিজা আক্তার গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা একাদশ শ্রেণির ছাত্রী। পরিবার দেওয়া তথ্য অনুযায়ী লিজা আক্তার মায়ের কাছে মোবাইল চায়। কিন্তু সেটা তার মা অমত পোষণ করলে মায়ের সাথে লিজার কথা কাটাকাটি হয়। এ ঘটনার যের ধরে লিজা আক্তার করে ঘরের ভিতরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়। পরবর্তীতে লিজা আক্তার কে ঝুলে থাকতে দেখে পরিবারের লোকজন লিজা কে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। লিজা আক্তার গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে।