টুঙ্গিপাড়া কাঁচাবাজারে হাত ধোয়ার ব্যবস্থা নেই

প্রতিনিধি, টুঙ্গিপাড়াঃ

বাংলাদেশে যতই দিন যাচ্ছে করোনাভাইরাস ততই সঙ্কট তৈরি করছে। এই ভাইরাসে প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি মৃতের সংখ্যাও বাড়ছে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বার বার সাবান অথবা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিচ্ছে। তাদের দাবি ঘন ঘন হাত ধুয়ে ও জনসমাগম রোধ করে করোনা ভাইরা

স অনেকটা প্রতিহত করা সম্ভব। তাই সরকারের নির্দেশনায় জনসমাগম ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রশাসন খোলা মাঠে বাজার বসানোর উদ্যোগ গ্রহণ করে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাজার ও তার ব্যাতিক্রম নয়। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে গত শনিবার (১৮ এপ্রিল) থেকে বাজার বসানোর উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। পাটগাতী বাজার ও বাসস্ট্যান্ডের কাঁচাবাজার কলেজ মাঠে বসানোর জন্য (১৭ এপ্রিল) মাইকিং করে সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক। কিন্তু সেখানে হাত ধোয়ার কোন ব্যাবস্থা করেনি পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন। সরজমিনে দেখা যায়, ১৫ ফিট দূরত্বে বসছে প্রতি দোকান। ক্রেতা দাঁড়ানোর জন্য স্থান ও নির্ধারণ করে দেয়া হয়েছে। সকাল থেকে ক্রেতারা বাজার করতে থাকে। জায়গা পর্যাপ্ত থাকায় সামাজিক দূরত্ব বজায় থাকে। কিন্তু হাত ধোয়ার ব্যবস্থা না থাকায় হতাশা প্রকাশ করেছে ক্রেতা ও বিক্রেতারা। ক্রেতা ও ব্যাবসায়ীরা জানান, করোনা সংক্রমণ রোধে সাবান দিয়ে হাত ধোয়ার কোন ব্যাবস্থা করেনি পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন। এখানে অনেক লোক বাজার করতে আসে তাই ক্রেতা ও বিক্রেতা সবাই ঝুঁকির মধ্যে রয়েছে। তাই করোনা রোধে দ্রুত হাত ধোয়ার ব্যবস্থা করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *