দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ছকিনা খাতুন নামের এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু
চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলার সুবুল পুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছকিনা খাতুন নামের (৫০) এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে । স্থানীয় সূত্রে জানাগেছে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবুলপুর গ্রামের বাগান পাড়ার মোঃ আলতাফ হালসোনার স্ত্রী ছকিনা খাতুন, ১৯ সেপ্টেম্বর রোজ শনিবার বেলা ১১টার সময় কাপড় কাচার জন্য বাড়ির টিউবওয়েলে যান টিউবওয়েলে মটর সেট করা আছে আর ওই মটরের তার মাটিতে পড়ে থাকতে দেখে হাত দিয়ে তুলতে যেয়ে অসাবধানতায় বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হন। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয়রা ছকিনা খাতুন কে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে তিনি মারা যান। নিহত ছকিনা খাতুন ৪ সন্তানের জননী ছকিনা খাতুন এর মর্মান্তিক মৃত্যুতে সুবুল পুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহত ছকিনা খাতুনের লাশ সুবুল পুর গ্রামে নিয়ে আশা হয়েছে এবং দাফনের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।