দীর্ঘদিন পর বাংলাদেশ (১৫০০)দেড় হাজার টন ইলিশ রপ্তানি করবে ভারতে।

সরকারি বিশেষ অনুমতি সাপেক্ষে বাংলাদেশের বিশিষ্ট মৎস ব্যবসায়ীগণ প্রতিবেশি দেশ ভারতে দেড় হাজার টন ইলিশ রপ্তানির সুযোগ পেয়েছে। আগামী সপ্তাহ থেকে বেনাপোল সীমান্ত দিয়ে ইলিশ রপ্তানির কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এবং সাইজ ও ওজন অনুসারে প্রতিটি ইলিশের দাম ধরা হয়েছে (৮০০/-) আটশো থেকে (১৪০০/-) চোদ্দশো টাকা পর্যন্ত। বিগত টানা কয়েক বছর উল্লেখ্য যে নিজ দেশের চাহিদা মেটাতে ২০১২ সাল থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি বন্ধ ছিল। তবে গতবছর থেক (৫০০)পাঁচশো টন ইলিশ রপ্তানি শুরু করা হয় ভারতে। রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকলেও প্রতিবছর ভরা মৌসুমে হাজার হাজার টন ইলিশ চোরাই পথে পশ্চিমবঙ্গসহ ভারতের নানা স্থাহ বাংলাদেশের রূপালী ইলিশ পাচার হতো। যার কারণে বাংলাদেশের ইলিশের বাজার মৌসুমেও চাঙ্গা ও উর্ধ্বমুখী থাকত। কিন্তু গত এক সপ্তাহ ধরে স্থল সীমান্ত দিয়ে ভারতে বাংলাদেশের ইলিশ ঢুকতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশের প্রায় ২০০ জন পাইকারী মৎস ব্যবসায়ীর সমন্বয়ে সরকারের কাছে ভারতে ইলিশ রপ্তানির জন্য বিশেষ অনুমতি চাওয়ার প্রেক্ষিতে অবশেষে (১৫০০) দেড় হাজার টন ইলিশ ভারতে রপ্তানির বিশেষ অনুমতি দেওয়া হয়। অন্যদিকে পশ্চিমবঙ্গের ভোজন রসিক লোকেদের কাছে ইলিশ বেশ প্রিয় মাছ হলেও অতিরিক্ত দামের কারণে অধিকাংশরাই ইলিশের নাগাল পাননা। তাই কয়েকজন একএিত হয়ে ও মিলে ভাগে ইলিশ মাছ ক্রয় করেন বলে শোনা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *