টুঙ্গিপাড়া উপজেলা শিক্ষা অফিসার এর বিদায় সংবর্ধনা
কবির ভাষায়, যেতে নাহি মনে চায়,তবু চলে যেতে হয়। আবেগ মিশ্রিত এই বাক্য সত্যিই কষ্টের। তবুও পৃথিবীর ব্যস্ততা ও সময়ের টানে চলে যেতে হয়। পাল্টাতে হয় জীবনের নিয়ম। তেমনই একটি নিয়ম ভেঙ্গে চলে গেলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোহসীন রেজা। বদলিজনিত কারনে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোহসীন রেজা এর বিদায় সংবর্ধনা উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার কর্তৃক আয়োজন করা বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে। পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠান সম্পূর্ন হয়। অনুষ্ঠান শেষে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোহসীন রেজা কে সম্মাননা ক্রেজ প্রদান করা হয়। এসময় সেখানে প্রধান অতিথি টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, বিশেষ অতিথি টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাকিব হাসান তরফদার, সভাপতি মোঃ শাহজালাল প্রধান শিক্ষক গিমাডাঙ্গা উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ রইচ বিশ্বাস, প্রধান শিক্ষক ডুমুরিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ মিজানুর রহমান, সহকারী শিক্ষক শ্রীরামকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মান পত্র পাঠ করেন মিতা খানম, সহকারী শিক্ষক নিলফা বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও অনেক শিক্ষক শিক্ষিকা মন্ডলি উপস্থিত ছিলেন।