টুঙ্গিপাড়ায় মাইকে ডাক দিয়ে ঢাল শরকি নিয়ে সংঘর্ষ

টুঙ্গিপাড়ায়

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মসজিদের মাইকে ডাক দিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার বর্নি ইউনিয়নের পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে দু’পক্ষের ৫ জন আহত হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বর্নি দক্ষিণ পাড়ার মুন্সি আলিমুজ্জামান চুন্নুর ছেলে মিকাইল মুন্সি (২৫) সকালে ভ্যান নিয়ে পূর্ব পাড়া রাস্তা থেকে কাজে যাচ্ছিলো। কিন্তু পূর্ব পাড়া গ্রামের নাসের মুন্সি রাস্তার অনেকটা জায়গা দখল করে বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ করছিলো। তখন মিকাইল ভ্যান নিয়ে কাজে যেতে না পারায় তাদের রাস্তার জায়গা খালি করতে বলে। এর পরই তাদের বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় পূর্বপাড়া মসজিদের মাইকের ডাক দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়।

মিকাইল মুন্সি বলেন, রাস্তার উপর বালি সিমেন্ট মাখানোর গাড়ি রেখে নাসের মুন্সী ছাদ ঢালাইয়ের কাজ করতেছিল। তখন ভ্যান নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য একটু জায়গা দিতে বললে হান্নান মুন্সী, হাবিবুর মুন্সী সহ কয়েকজন অকথ্য ভাষায় গালাগালি করে। পরে বাকবিতণ্ডা হয়। তখন আমি পরিচিতদের ফোন দিলে আমাকে নানা রকম হুমকি প্রদান করে। এরপর তারা মসজিদের মাইকে ডাক দিয়ে ভাল,শরকি ও ফুলকুচি নিয়ে আমাদের আক্রমণ করে।

এ বিষয়ে নাসের মুন্সী মুঠোফোনে মারামারির বিষয়ে কথা না বলে জানান, আমি ঢাকা যাচ্ছি। আর এ বিষয়ে টুঙ্গিপাড়ায় বর্ণি বর্তমান ইউপি চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান বিষয়টি মিটিয়ে দেওয়ার জন্য শুক্রবার সালিশ ডেকেছে। এরপর তিনি ফােনটি ফোনটি কেটে দেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *