টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ নৌ পরিবহন প্রতিমন্ত্রী
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপির নেতৃত্বে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এসময় অন্যান্যের মধ্যে ছিলেন মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, এনডিসি,পিএসসি,এনপিপি, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান খাজা মিয়া, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এবং নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর আবু জাফর মোঃ জালালউদ্দিন, জনাব এমদাদুল হক চৌধুরী সভাপতি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান গোপালগঞ্জ জেলা পরিষদ, জনাব আবুল বাশার খায়ের সভাপতি টুংগীপাড়া উপজেলা আওয়ামী লীগ, বাবুল শেখ সাধারণ সম্পাদক টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ, ফোরকান বিশ্বাস সাধারণ সম্পাদক টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগ, জনাব সোলাইমান বিশ্বাস চেয়ারম্যান টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ, জনাব শাহাবুদ্দিন আজম সভাপতি গোপালগঞ্জ জেলা যুবলীগ , জনাব মোঃ আব্দুল হামিদ সভাপতি গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী মহোদয় মধ্যহ্নভোজ শেষে টুংগীপাড়াস্ত পাঠগাতি লঞ্চ ঘাট পরিদর্শন করবেন মর্মে জানা যায়।