আশুলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন ১৫ ই আগস্ট শনিবার আশুলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চারাবাগ আমবাগে প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য আশুলিযা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ হোসেন আলী মাস্টারের সৌজন্যে দোয়া ও মাহফিল এর আয়োজন করেন। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ সাধারন জনতা ও সর্বস্তরের মানুষ।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত বক্তব্যে ইউপি সদস্য হোসেন আলী মাস্টার বলেন। বাংলার কুলাঙ্গার হায়নার দলে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার সপরিবারে হত্যা করে বাংলার জনগণের আশা-আকাঙ্ক্ষা কলুষিত করেছে। ১৫ ই আগস্টের নরপশু নৃশংস হত্যাকারীদের বাংলার জমিনে বিচার হোক।’নৃশংস হত্যাকারীরা এখনো যারা দেশে ও দেশের বাইরে আছেন অনতিবিলম্বে তাদের ধরে এনে বাংলার জমিনে ফাঁসি কার্যকর হোক এই কামনা করি। …… জামে মসজিদের ইমাম সাহেবের সমন্বয়ে সকলে মিলিত হয়ে সকল শহিদদের প্রতি তাদের আত্মার মাগফিরাত কামনায় দু হাত তুলে দোয়া ও মোনাজাত করেন।দোয়া মোনাজাত শেষে প্রচুর পরিমান তাবারুক বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন।