একটি হারানো বিজ্ঞপ্তি
![](https://dainikshatabarsa.com/wp-content/uploads/2020/08/8999.jpg)
![](https://dainikshatabarsa.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
টুঙ্গিপাড়া উপজেলার বঙ্গবন্ধু স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সাজেদা আক্তার (১৬), পিতাঃ মোঃ আলহাজ্ব ফকির,সাংঃ গিমাডাঙ্গা, উপজেলাঃ টুঙ্গিপাড়া, জেলাঃ গোপালগঞ্জ। এর এস, এস, সি, পরিক্ষার রেজেিস্ট্রশন কার্ড নং: ১৭১০৩১০৫৬১, রোল: ৪০০২৭১ এবং প্রবেশ পত্র গত ১/৮/২০২০ ইং তারিখ সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকার সময় বাড়ি হইতে পাটগাতি বাজারে যাওয়ার পথে হারিয়ে যায়। কিন্তু পরবর্তিতে অনেক খোজা খুজি করলেও সেটা এখনো পাওয়া যায়নি। ফলে একাদ্বশ শ্রেণীতে ভর্তি হওয়া অসম্ভব হয়ে পড়েছে সাজেদার। পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে, উক্ত কাগোজ গুলো না পাওয়া গেলে তার লেখা পড়া ধ্বংসের মুখে পড়বে। তাই দশম শ্রেণীর ছাত্রী সাজেদা আক্তার এর আকুল আবেদন যে সে যেন তার হারানো রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশ পত্র ফিরিয়ে পায়। এ বিষয়ে টুঙ্গিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যদি কোনো স্বহৃদয়বান ব্যাক্তি পেয়ে থাকেন তাহলে নিম্ন নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। মুঠোফোনঃ ০১৯২৪৯৮৫৯১৯ ,টুঙ্গিপাড়া থানার সাধারণ ডায়েরি নংঃ ৩৪৮ তারিখঃ ১০/৮/২০২০ ইং সাজেদা আক্তার দশম শ্রেণী, বঙ্গবন্ধু স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়।