আজ ৫ই আগস্ট টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদকের ১ম মৃত্যুবার্ষীকী
কবি মাইকেল মধুসূদন দত্ত বলেছিলেন“জম্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে? চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে? তবুও কিছু মানুষ অমর হয়ে রবে আমাদের কাছে। আজ ৫ই আগষ্ঠ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক, সাবেক পাটগাতি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ও পৌর কাউন্সিলর, কৃষকরে বন্ধু মোঃ সিরাজুল ইসলাম শেখ এর ১ম মৃত্যবার্ষী। ৩ আগস্ট ২০১৯ইং তারিখে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় অবস্থান করেন। ৪ই আগস্ট এশার নামাজের সময় হটাৎ চেয়ার থেকে পড়ে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৫ই আগস্ট মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর শুনলেই কানে বেজে ওঠে ”প্রিয় গ্রামবাসী,প্রিয় গ্রামবাসী”। এই দুটি শব্দ ওনার মুখ দিয়ে শুনেছি অসংখ্যবার। তাঁর সহকর্মী নিষ্ঠদের অনেকেই এই শব্দ দুটির সঙ্গে পরিচিত। আমাদের ছেড়ে চলে যাওয়া এই সমাজ সেবক ব্যক্তিত্ব ছিল অসাধারণ। নরম ভাষায় কথা বলতেন। যুক্তির বাইরে যেতেন না। সর্বদা মাটির কথা বলতেন, মানুষের কথা বলতেন। জীবনভর এই নেতা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধোর চেতনায় উদ্বুদ্ধ ছিলেন। পরিচয় ছিল কৃষক বন্ধু হিসেবে। দেশপ্রেম ও মানুষের প্রতি ছিল তাঁর অগাধ ভালোবাসা। কৃষকের পক্ষে কথা বলেছেন সব সময়।তার মধ্যে আর যে গুণ ছিল, তা হলো পারস্পরিক শ্রদ্ধাবোধ। বিরোধী মতের সমালোচনায় তাঁর বক্তব্যে থাকত যুক্তি ও গঠনমূলক পরামর্শ। শেখ মুজিবুর রহমানকে উনি বঙ্গবন্ধু সম্বোধন করেই কথা বলতেন, তাঁর প্রতি শ্রদ্ধা রেখেই কথা বলতেন। প্রতিবেদন সমৃদ্ধ করতে বা আলোচনা সভার ভারসাম্য আনতে ওনার মন্তব্য এবং বক্তব্য ছিল অসাধারণ। একজন সমাজ সেসক হিসেবে ওনার বড় গুণ ছিল, সব সময় তাঁকে পাওয়া যেত। ওনার বিরুদ্ধে কথা বললেও ক্ষুব্ধ হতেন না। বিনয়, ভদ্রতা, শিষ্টাচার—এসবের দৃষ্টান্ত ছিলেন তিনি। বড় ঘটনা ঘটলেই গ্রামের লোকেরা দল বেঁধে ওনার বাসভবন গিয়ে হাজির হতো সকলে। উনি কথা বলতেন। লুকিয়ে থাকতেন না, এড়িয়ে যেতেন না। টুঙ্গিপাড়ার কৃষকদের তার কাছ থেকে পাওয়া সব থেকে বড় সুবিধা হলো টুঙ্গিপাড়া বিলরে মধ্য দিয়ে তারাইল বাজার প….. সড়ক। এটি টুঙ্গিপাড়ার কৃষকদের কাছে ছিল সপ্নের সড়ক। সমাজের জন্য এমন অসংখ্য অবদান রয়েছে তার। আজ সেই মহান ব্যক্তিত্তের ১ম মৃত্যু বার্ষীকিতে দৈনিক শতবর্ষ পরিবারের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলী। তার বিদেহী আত্নার মাগেফিরাত কামনা করছি।