চিতলমারীতে গাছ কাটাকে কেন্দ্র করে বৃদ্ধ র দাঁড়ি ছিরে নিলো প্রতিবেশী
বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা গ্রামে পূর্ব কোন্দলের জেরে ফরিদ মোল্লা( ৬৫) নামে এক বৃদ্ধকে মেরে মাথা ফাটিয়ে ও মুখের দাঁড়ি উপরে ফেলার ঘটনা ঘটে৷এ ঘটনা ঘটে ৩-৮ ২০২০ সোমবার৷ এই ঘটনায় আরো হামলার স্বীকার হন ?ফরিদ মোল্লার বড় ছেলে ইসমাইল হোসেন(২৫)ও ছোট ছেলে সামিম মোল্লা(২০)পুত্র বধু পলি বেগম(২২)৷ প্রতিবেশী জামাল শেখ ও তাদের মেয়ে সুমি (২২) মেয়ে স্বর্ণা আক্তার ,ও পুত্র বধু কেয়া এর সাথে সিমানার পাশ ঘেষে লাগানো গাছের ডাল পালা কাটা নিয়ে দুপক্ষের সাথে কথা কাটা কাটি থেকে মারামারির সুচনা ঘটে৷এই মারামারিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্য একে অপরকে ঘাত প্রতিঘাত করেন৷ এ সময় প্রতিপক্ষ জামাল শেখের পরিবারের লোকজন ফরিদ শেখের দাঁড়ি টেনে ছিঁরে ফেলে৷যেটা একটা খুবই ন্যাককার জনক কাজ ৷
ও ফরিদ শেখ গুরুত্বর আহত হন৷মাথা ফেটে রক্তাত অবস্থায় তাকে গ্রাম ডাক্তার দিয়ে চিকিৎসা করনো হয়৷ সেই সাথে সামিম মোল্লা, ও বাকিদের ও শরীরে আঘাতের স্বীকার হন৷ফরিদ মোল্লার ছেলে বলেন আমরা ওদের থেকে গরীব ও কম ক্ষমতা সম্পন্য তাই তারা আমাদের সাথে এমটা করছে৷এ সময় হিজলা উপজেলার চেয়ারম্যানের সাথে সাংবাদিকের ফোনে কথা হলে তিনি বলেন আমি তাদেরকে মিলমিশ করাতে চেয়েছিলাম কিন্তু তারা রাজী হয়নি৷তাই তারা যাহা পারে তাই করুক৷আমার কিছু বলার নেই৷এবং প্রতিপক্ষের কাছে সাংবাদিক গেলে তারা বলেন আমাদের ও তারা মেরেছে৷চিতলমারী থানার ওসি জনাব মীর শরিফুল জানান দুপক্ষই অভিযোগ করেছেন৷ আগামীকাল ৪-৮-২০২০ তাং তাদের দুপক্ষকে ডেকে একটা সিদ্ধান্ত নেওয়া হবে৷যদি তারা কোন সিদ্ধান্তে রাজী না হয় তাহলে আইনয়ানুক ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি৷