মোংলায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের খাদ্য সহায়তা, প্রবাসী সংগঠনের অর্থায়নে
জার্মান প্রবাসীদের সংগঠন সৈয়দ শাকিল ওয়েলফেয়ার ট্রাস্ট, আশা হোফ ফর বাংলাদেশ এবং আলোকিত শিশু সংগঠন এর অর্থায়নে পশুর রিভার ওয়াটারকিপার এর বাস্তবায়নে ২১ জুলাই মঙ্গলবার সকালে মোংলার চিলা ইউনিয়নের কলাতলা-আমতলা-জয়মনি এলাকার ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। মঙ্গলবার সকাল ১১টায় কলাতলা গ্রামের পশুর নদীর পাড়ে খাদ্য সহায়তা প্রদানকালে তাৎক্ষনিক ভাবে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার বাপা নেতা মোঃ নূর আলম শেখ।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার গীতা হালদার, মাহারুফ বিল্লাহ, শেখ রাফসান, দক্ষিণাঞ্চল সেবা সংঘের সভাপতি মোঃ মামুন আব্দুল্লাহ প্রমূখ। সমাবেশে বক্তারা ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ সুন্দরবন উপকূলবাসীকে খাদ্য সহায়তা প্রদানের জন্য জার্মান প্রবাসী সৈয়দ শাকিল এবং প্রবাসীদের সংগঠন সমুহের নেতৃবৃন্দদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্ল্যেখ্য জার্মান প্রবাসীদের সংগঠনের অর্থায়নে এবং পশুর রিভার ওয়াটারকিপারের বাস্তবায়নে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ অর্ধ শতাধিক পরিবারের মাঝে চাল-ডাল-আলু-তেলা-সাবানসহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী প্রদান করা হয়।