গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরি ও হত্যার ঘটনায় গ্রেফতার ৩

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দিন দুপুরে চুরি করতে এসে বাড়ীর মালিক দন্ত চিকিৎসক পল মজুমদারের বুদ্ধি প্রতিবন্ধি ছেলে পিয়াস মজুমদার কে হাত পা বেধে গলায় ওড়না পেচিয়ে হত্যার ঘটনায় তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলি গ্রামের আতা শেখের ছেলে সামিউল শেখ, একই গ্রামের রহম আলী ভুইয়ার ছেলে শওকত আলী ভুইয়া এবং পাশবর্তী তিলবাড়ী গ্রামের সোহরাব খানের ছেলে মোর্শেদ আলম কামাল।

এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ২৪ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত তিন আসামীকেই আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।

জানা যায়, গত শুক্র ও শনিবার স্থানীয় খান মার্কেট, গোপালগঞ্জ সদরের গোবরা এবং বাগেরহাটের কচুয়ার কামারগাতি এলাকায় অভিযান চালিয়ে উক্ত আসামীদের আটক করে আইন শৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে অত্র ইউনিয়নের লাখিরপাড় গ্রামের পল মজুমদারের ঘরে ঢুকে ভাংচুর করে বুদ্ধি প্রতিবন্ধি যুবককে হত্যা করে নগদ টাকা নিয়ে পালিয়ে যায় এক দল চোর। ঘটনার দিনই নিহতের পিতা পল মজুমদার বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি হত্যা ও ডাকাতীর মামলা দায়ের করলে অভিযানে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী। যাহার মামলা নং- ১৩/৪৯। তরিখ- ১১/০৩/২০২৫ইং।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *