শ্যামনগরে স্কুল শিক্ষার্থীদের নিয়ে প্রজনন স্বাস্থ্য বিষয়ক অধিবেশন।

উপকূলীয় শ্যামনগর উপজেলায় শতাধিক শিক্ষার্থীদের নিয়ে প্রজনন স্বাস্থ্য সূরক্ষা বিষয়ক অধিবেশন সম্পন্ন হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী ) দুপুর ১২ ঘটিকায় শ্যামনগর উপজেলায় ঈশ্বরীপুর ইউনিয়নে শ্রিফলকাটি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে যুব সংগঠন শরুব ইয়ুথ টিমের আয়োজনে ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের সহযোগিতায় অত্র বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম নাজমূল হুদা।

উক্তা অধিবেশনে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন অর্পিতা মন্ডল। তিনি শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রজনন স্বাস্থ্যসেবা সম্পর্কে তুলে ধরেন ও স্কুলে প্রজনন স্বাস্থ্য সুরক্ষা কর্নার তৈরির নির্দেশনা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

 

উক্ত অধিবেশনে উপস্থিত ছিলেন শরুব ইয়ুথ টিমের ফাইন্যান্স ফোকাল দেবব্রত বিশ্বাস, আইটি ফোকাল আব্দুস সালাম, ভলেনটিয়ার হিসাবে উপস্থিত ছিলেন রাজীব বৈদ্য, এহসানুল মাহবুব তানভীর, সাবিকুন নাহার মুক্তা প্রমূখ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *