কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে রিফাত শেখ (৩) নামক এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার তারাশী গ্রামের জাহিদুল শেখের ছেলে। রবিবার (১২ মে) দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, বড় বোন মরিয়ম খানমের এসএসসি’র ফলাফলকে কেন্দ্র করে বাড়ির সকলে যখন আনন্দে আত্মহারা, তখন রিফাত শেখ খেলতে খেলতে বাড়ির সকলের অগোচরে পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পানি থেকে তুলে তাকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসে স্বজনেরা। কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।