নওগাঁর রাণীনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
নওগাঁর রাণীনগরে ৯ জন প্রতিবন্ধীকে বিনামূল্যে হুইল চেয়ার দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে পরিষদ চত্বরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে তাদের এ সহায়তা করা হয়। একই সময় সমাজকল্যান পরিষদ সাথে ১২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের ২৪ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
এছাড়া ৪৬ জনকে সুদমুক্ত ১২ লাখ ১৩ হাজার টাকা ক্ষুদ্র ঋণ দেওয়া হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের হাতে হুইল চেয়ার ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী একরামুল বারী, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার সরকার প্রমুখ।