নড়াইল ১ আসনে স্বামী কবিরুল হক মুক্তি’র জন্য নৌকা প্রতীকে ভোট চাইলেন স্ত্রী মিসেস চন্দনা হক
৭ জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বামীর নির্বাচনী প্রচার প্রচারনায় মাঠে নেমেছে স্ত্রী মিসেস চন্দনা হক। নড়াইল ১ আসনের বর্তমান এমপি ও আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী স্বামী বি.এম কবিরুল হক মুক্তির স্ত্রী মিসেস চন্দনা হক ভোটারদের কাছে গিয়ে নৌকা মার্কায় ভোট চান।
শুক্রবার ( ২৯ ডিসেম্বর) কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের পহরডাঙ্গা সাপ্তাহিক হাট,বাজার,চাপাইলঘাট,বাগুডাঙ্গা বাজার বল্লাহাটি,পাখিমারা মোড়ে মুদিদোকান,সাধারন জনগনের কাছে আগামী ৭ জানুয়ারী ভোট কেন্দ্রে গিয়ে নড়াইল ১ আসনের আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বি.এম কবিরুল হক মুক্তি এমপিকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে আহবান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মোঃ ইব্রাহীম শেখ,কালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এফএম সোহাগ,কালিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস,এম রানা,নড়াগাতি থানা যুবলীগের সদস্য ও পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সেলিম সিকদার,পহরডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান আহসান আলী সিকদার লাবু,ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ঝুনু মোল্লা,৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ছিকু দাড়িয়া,৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এস,এম হাফিজুর রহমান,নড়াগাতি থানা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক মোসাঃ শাহিদা আক্তার শিখা, পহরডাঙ্গা ইউপির ৪,৫,৬ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার মোসাঃ রওশোনারা বেগম,সাবেক মেম্বার পারুল আক্তার,৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ শরিফুল শেখ,আওয়ামীলীগ নেতা রহমান বিশ্বাস প্রমুখ।