গোপালগঞ্জে নির্বাচনী জনসভায় বাবার পক্ষে ভোট চাইলেন শেখ ফাহিম

আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জননেতা শেখ ফজলুল করিম সেলিম এর পক্ষে গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নে মতবিনিময় সভার আয়োজন করেন গোপালগঞ্জ পৌরসভার ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম সিকদার। নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক জি.এম সাহাব উদ্দিন আজম, সাবেক পৌর মেয়র ও জেলা আ. লীগের শ্রম বিষয়ক সম্পাদক রেজাউল হক সিকদার রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, পৌর আ. লীগের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আলিমুজ্জামান বিটু, গোপালগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম, বি সাইফ বি মোল্লা, থানা যুবলীগের সভাপতি জাহেদ মাহামুদ বাপ্পি। নির্বাচনী মতবিনিময় সভার সঞ্চালনা করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ নেতা শরিফুল হক সজীব।

বোড়াশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রেজাউল হক সিকদার (রিজু) এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বোড়াশী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম এম নাসির আহমেদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, সাবেক সাংগঠনিক সম্পাদক গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগ মাহামুদ রাসেল, বোড়াশী ইউনিয়নের চেয়ারম্যান লিমন, সাবেক চেয়ারম্যান নাসিমুল গণি, সাবেক ইউপি চেয়ারম্যান এম মনির আহমেদ ননী, পৌর আওয়ামী লীগ নেতা সাইফুল সিকদার, পৌর আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, নকিব, টিটো বৈদ্য, মিটু মুন্সি, সোহাগ মোল্লা, তফসির, পৌর কাউন্সিলর হীরা, কাউন্সিলর কালু, কাউন্সিলর কুটু সহ ১৪ নং ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি শেখ ফজলে ফাহিম তার দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বাবার জন্য ভোট চাইলেন সেই সাথে গোপালগঞ্জের মানুষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। নির্বাচনী মতবিনিময় সভা শেষে জননেতা শেখ ফজলুল করিম সেলিমের নৌকা প্রতীকের লিফলেট বিতরণ ও দাদার পক্ষে ভোট চাইলেন শেখ ফজলে ফাহিম এর সন্তানেরা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *