শেখ হাসিনার জনসভা ঘিরে টুঙ্গিপাড়া উৎসবের আমেজে

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আগামী শনিবারের জনসভা ঘিরে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় শেখ হাসিনা টুঙ্গিপাড়া উপজেলা সরকারি শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগমন ঘিরে তার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে উৎসবের আমেজ বিরাজ করছে। নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে বিপুল উদ্দীপনা। শেখ হাসিনার আগমন উপলক্ষে সারা এলাকা এখন মুখর। প্রিয় নেত্রীকে রেকর্ড সংখ্যক ভোট দিয়ে বিজয়ী করে আনবেন তারা- এমন প্রত্যয় সবার মধ্যে।

শেখ হাসিনার জনসভার প্রচার-প্রচারণা নিয়ে টুঙ্গিপাড়া উপজেলা প্রাণচঞ্চল হয়ে উঠেছে। জনসভা সফল করতে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। জনসভায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেয়া পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি জিয়ারতের মধ্য দিয়ে টুঙ্গিপাড়ায় আগামী জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ার জনসভায় দেয়া ভাষণে তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট চাইবেন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেবেন শেখ হাসিনা।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ ভোরের কাগজকে জানান, টুঙ্গিপাড়াবাসী প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন প্রধানমন্ত্রীকে, তাই তার জনসভা সফল করার জন্য লাখ লাখ মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠবে।

টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ বর্ণাঢ্য শোভাযাত্রাসহ এ জনসভায় যোগ দেবেন। তিনি আরো বলেন, আমাদের যারা বয়স্ক নারী ও পুরুষ ভোটার রয়েছেন তারা আমাকে জিজ্ঞেস করছেন- ৭ তারিখ কবে, মৃত্যুর আগে জীবনে শেষবারের মতো যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিদায় নিতে পারি।

টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল ভোরের কাগজকে জানান, জনসভাস্থল এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে জনসভার স্থান। প্রস্তুত মাঠমঞ্চ, বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য গাড়ির পার্কিং প্লেস, যাতায়াতের রুটও ঠিক করে দেয়া হয়েছে।

টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফোরকান বিশ্বাস ভোরের কাগজকে জানান, বঙ্গবন্ধুকন্যাকে বরণ করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন দলের নেতাকর্মীরা। এ জনসভায় প্রতিটি ওয়ার্ড থেকে মিছিল স্লোগানসহ মানুষের ঢল নামবে।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বি এম মাহমুদ হক ভোরের কাগজকে বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের কাছে রোল মডেল হিসেবে পরিণত করেছেন। তাই প্রাণপ্রিয় জননেত্রীকে এক নজর দেখতে শনিবারের জনসভা জনসমুদ্রে পরিণত হবে।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদ গাজী নুরুল ইসলাম ভোরের কাগজকে বলেন, টুঙ্গিপাড়ার মাটি শেখ হাসিনার ঘাটি- সাধারণ ভোটাররা এমনটাই বলছেন এবং ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে উপস্থিত থেকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে নির্বাচিত করবেন তারা।

টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. লিংকন মোল্লা ভোরের কাগজকে বলেন, শেখ হাসিনার নির্বাচনী জনসভা সফল করার জন্য  টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের ব্যানারে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী নিয়ে  সভাস্থলে উপস্থিত থাকবেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের ১২০ জন নেতাকর্মী ভলান্টিয়ার হিসেবে কাজ করবেন।

টুঙ্গিপাড়ার জনসভা শেষ করে ওইদিনই কোটালীপাড়া উপজেলা সদরের শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *