ছাত্রলীগকর্মী আরিফ হত্যা মামলার প্রধান আসামী নিপু

সিলেট মহানগরের ছাত্রলীগকর্মী আরিফ আহমদ হত্যাকান্ডের ঘটনায় বুধবার (২২ নভেম্বর) থানায় মামলা হয়েছে। বুধবার সন্ধ্যায় নিহত আরিফের মা আখি বেগম বাদি হয়ে সিলেট বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামী করা হয়েছে। ছাত্রলীগকর্মী আরিফ আহমদ হত্যাকান্ডের মামলার প্রধান আসামী করা হয়েছে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ৩৬নং ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুকে। হত্যাকান্ডের পর পুলিশ দুইজনকে আটক করেছে।

বিমানবন্দর থানার ওসি মঈন উদ্দিন সিপন জানান, বুধবার সন্ধ্যায় নিহত আরিফের মা টিভিগেইট ছড়ারপাড় এলাকার ফটিক মিয়ার স্ত্রী আখি বেগম বাদি হয়ে থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। বিশ্বস্ত সুত্রে জানা গিয়েছে,আরিফ হত্যাকান্ডের মামলায় প্রধান আসামী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ৩৬নং ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুর নেতৃত্বে হামলা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। নিহত আরিফ সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের অনুসারী।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *