ফকিরহাটের মৎস্যচাষী প্রতিপক্ষের হামলায় আহত
ফকিরহাটের মৎস্যচাষী প্রসেনজিৎ রায় (২৯) প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন। এ ঘটনা সোমবার বিকেলে নাশুয়াখালী ঘটেছে। আহত মৎস্যচাষী মূলঘর ইউনিয়নের গোয়ালবাড়ি এলাকার অচ্যুৎ রায়ের ছেলে।
আহতের পরিবার জানান, প্রসেনজিৎ নাশুয়াখালী থেকে মটরসাইকেলযোগে বাড়ি আসার পথে ৪/৫জন অজ্ঞাত পরিচয়ের লোক তার গতিরোধ করে। এসময় কিছু বুঝে উঠার আগে প্রসেনজিৎকে মারপিট করে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। সেখান থেকে তার উন্নত চিকিৎসার জন্য তাকে মঙ্গলবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত প্রসেনজিৎ জানান, কি কারনে তার উপর এই হামলা করা হয়েছে তা তিনি জানেনা। তিনি নাশুয়াখালী থেকে বাড়ির উদ্দেশ্যে আসার পথে তার উপর কয়েকজন ৪/৫জন মিলিত হয়ে হামলা করেন। হামলাকারীদের তিনি চেনেন না বলে জানান। #