সুইস রেড ক্রস ইউনিটের আর্থিক সহায়তায় গোপালগঞ্জে রেড ক্রিসেন্ট ভবনের ৩য় তলার নির্মাণ কাজের উদ্বোধন
সুইস রেড ক্রস ইউনিটের আর্থিক সহায়তায় গোপালগঞ্জে রেড ক্রিসেন্ট ভবনের ৩য় তলার নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) বিকালে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ সূচনা করেন।
এসময় গোপালগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. মুন্সী আতিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা সিকদার নূর মোহাম্মদ দুলু, সহকারী কমিশনার রন্টি পোদ্দার, গোপালগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সিকদার হাসমত আলী খান চুন্নু, রেড ক্রিসেন্ট এর আজীবন সদস্য ও কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সদস্য আলী নাঈম খান জিমি সহ অন্যান্য কর্মকর্তা-সদস্য ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট কার্যালয়ে পৌঁছালে সেখানে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়াও গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজক কর্তৃপক্ষ।