বরিশাল শেবাচিমে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরো ০৩ জনের মৃত্যু।।


বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ০৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত জানুয়ারীর পর থেকে এ পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সর্বমোট ৯৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হলো। বরিশাল স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় এই হাসপাতালে ০৩ জন রোগীর মৃত্যু হয়েছে। তারা হলেন- বরগুনা জেলার আমতলী উপজেলার আসমা বেগম (৩৩), বরিশাল বাবুগঞ্জ উপজেলার শুক্লা (২৫) এবং একই জেলার বানারীপাড়া উপজেলার মুক্তা বনিক (৪৬)। সূত্রে আরো জানা যায়, গত রবিবার (১৫ অক্টোবর) থেকে এ পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন ১৮১ জন ডেঙ্গু রোগী। এর আগে, গত শনিবার ২১৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে।