বরিশালের গৌরনদীতে বাস পুকুরে পরে নিহত ১ আহত ১৫।।

বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহী বাস গোল্ডেন লাইন পরিবহণ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকের সহকারী আল-আমিন (২৮) নামের একজন নিহত হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) বেলা এগারোটার দিকে উপজেলার টরকীর বেজগাতি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা।

গোল্ডেন লাইন পরিবহণের বাসের চালকের সহকারী আল-আমিন বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের ফরহাদ হাওলাদারের ছেলে। ওসি গোলাম রসুল মোল্লা জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয় গোল্ডেন লাইন পরিবহণের বাসটি। গৌরনদী উপজেলার বেজগাতি এলাকা পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসেরকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে ফায়ার সার্ভিসের পাম্পের সাহায্যে পুকুরের পানি সেচ করে পরিবহণের মধ্য থেকে আল-আমিনের লাশ উদ্ধার করা হয়।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন সাড়ে তিনটায় জানান, বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। বিকেল সাড়ে তিনটা পর্যন্ত উদ্ধার অভিযান শেষ হয়নি। পুকুরের পানি সম্পূর্ণ সেচ করা হয়েছে। কোনো যাত্রী নিখোঁজের খবর নেই। তবুও কাদায় কেউ আটকে কিনা তা সন্ধান চলছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *