বরিশালে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা সভা
“নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল(০৯ অক্টোবর ) দুপুর ১ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের চন্ডিপুর এলাকার মহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ইউসুফ আলী।
অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফয়সাল আহমেদ ও বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো: এনায়েত হোসেনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা কার্যালয়ের পরিদর্শক মো: সিদ্দিকুর রহমান ও উপ-পরিদর্শক কায়সার উদ্দিন।
বক্তারা মাদকের নানাবিধ কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতার লক্ষ্যে নানামুখী বক্তব্য রাখেন। তারা বলেন, সমাজে মাদক সেবন ও বিক্রি একটি ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। সুস্থ সমাজ গঠনে বড় প্রতিবন্ধকতা এটি। যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করে। এতে ব্যক্তি যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমনি একটি পরিবারেও মারাত্নক নেতিবাচক প্রভাব পড়ে। এ থেকে উত্তোরণে সকলকে সচেতনভাবে হতে হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী মাদক থেকে দূরে রাখতে সব শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী প্রসিকিউটর আশিক ইকবাল রাব্বিসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।